কিভাবে ছড়ায়?

হামে আক্রান্ত শিশু থেকে এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে সুস্থ শিশুর শরীরে প্রবেশ করে এবং হাম রোগে আক্রান্ত হয়।

লক্ষণ

১-৩ দিনঃ

চতুর্থ দিনঃ

হামের দানা উঠার ৩/৪ দিন পরঃ

প্রতিরোধ

৯ মাস বয়স পূর্ণ হলে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা এবং ১৫ মাস বয়স পূর্ণ হলে হামের ২য় ডোজের টিকা দিয়ে শিশুকে হাম রোগ থেকে প্রতিরোধ করা যায়।

হামে আক্রান্ত শিশুকে অবশ্যই বয়স অনুযায়ী প্রাপ্য ‘ভিটামিন-এ’ পর পর ২ দিন খাওয়াতে হবে।