লক্ষণঃ
- নাক দিয়ে পানি ঝরবে।
- কাশি থাকবে
- চোখ কিছুটা লাল হবে এবং পানি পড়তে পারে
- অল্প অল্প জ্বরও থাকতে পারে।
শিশুর সর্দি-কাশি হলে বাড়িতে যেভাবে যত্ন নেবেন
- শিশুকে আবহাওয়া অনুযায়ী উষ্ণ রাখুন
- নাক বন্ধ থাকলে পরিস্কার পাতলা কাপড় দিয়ে নাক পরিস্কার করুন
- ঘনঘন বুকের দুধ খাওয়ান
- ঘনঘন স্বাভাবিক খাবার সহ বেশি করে তরল খাবার দিন।
- কাশি উপশমের জন্য কুসুম গরম পানি, লেবুর রস, তুলসি পাতার রস খেতে দিন
- জ্বর বেশি হলে শিশুকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্যকেন্দ্রে/হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
- জ্বর বেশি হলে শিশুকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্যকেন্দ্রে
